১২টি কাজ যা, আপনাকে করে তুলবে আরো মর্যাদাশীল ও সম্মানিত

১২টি কাজ যা, আপনাকে করে তুলবে আরো মর্যাদাশীল ও সম্মানিত

১। যখন কথা বলবে সত্য বলবে, অযথা কোন কথা বলবেনা নতুবা চুপ থাকবে।কিন্তু কখনো মিথ্যা বলবে না। (সহীহ বুখারী, মুসলিম)
২।মানুষের সাথে হাসিমুখে কথা বলবে। কেননা হাসিমুখে কথা বলাও একটি সদকাহ।(জামে তিরমিযি ২০০৫)
৩। আত্নীয় স্বজনদের সাথে এবং প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখবে।
(আবু দাউদ ১৬৯৬)
৪।মানুষকে সাহায্য করবে। যেমন কাউকে পথ দেখিয় দেয়া, যানবাহনে চড়তে সাহায্য করা।(ইবনে খুযাইমাহ ১৪৯৩)
৫। কখনো অহংকার করো না, কাউকে ছোট করে দেখো না। এবং নিজের প্রশংসা করো না।(আল কোরআন, সূরা লোকমান, সূরা নাযম এবং হাদীস তিরমিযি)
৬।কারো হক নষ্ট করবেন না । আত্নীয় এবং এতিমদেরকে এদের অধিকার প্রদান করবেন।(ইবনে মাজাহ ৩৬৭৮, বুখারী ৩৭১১/৩৭১২)
৭। মানুষের সাথে দেখা হলে সালাম দিবে অথবা তাদের সালামের উত্তর দিবে।
(জামে তিরমিযি ২৯৭)
৮। কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাবে। কেউ মারা গেলে তাঁর জানাজায় শরীক হবে।(বুখারী ১৭ এবং ১৩১০)
৯। সবসময় আল্লাহকে ভয় কর। (কেননা আল্লাহর প্রতি ভয় আপনাকে অনেক পাপ কাজ থেকে রিবত রাখবে)। আল কোরআন, সূরা হাজ্ব।
১০। নিজের পরিবারের যত্ন নিন। কেননা আপনার স্ত্রী, সন্তান, বাবা মা, ভাই বোন ও আত্নীয়দের দেখাশোনা ও একটি সাদাকাহ।(সহীহ মুসলিম)
১১। কারো প্রতি হিংসা করবেন না । কারো প্রতি শত্রুতা রাখবেন না।
(রিয়াদুস সালেহীন ৫৭)
১২। কারো সম্পদের প্রতি কোন প্রকার লোভ, লালসা করবেন না।(মুন্তাখারে মিযানুল হিক্বমাহ, পৃঃ১৪৪, হাঃ১৫০৫
আল্লাহ আমাদের সকলকে ভালভাবে চলার তওফিক দান করুন। “আমিন”


Share on Google Plus

About www.govbdjobs.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 মন্তব্য(গুলি):

Post a Comment