কোন খাবার খেলে তার সমপরিমান কতক্ষন দৌড়াতে হয়

কোন খাবার খেলে তার সমপরিমান কতক্ষন দৌড়াতে হয়।

একটি ডিম খেলে প্রায়- ২০ মিনিট দৌড়াতে হবে।যা প্রায় ৩.৪ কি.মি.

এক ক্যান কোল্ড ড্রিংকস খেলে প্রায়- ২৬ মিনিট দৌড়াতে হবে।যা প্রায় ৪.৩ কি.মি.

একটি পিজ্জার ফালি খেলে প্রায়- ৫৩ মিনিট দৌড়াতে হবে।যা প্রায় ৮.৮ কি.মি.

একটি বার্গার খেলে প্রায়- ৬৫.৫ মিনিট দৌড়াতে হবে।যা প্রায় ১০.৯ কি.মি.

১০০ গ্রাম মিল্ক চকোলেট খেলে প্রায়-১০২ মিনিট দৌড়াতে হবে। যা প্রায় ২৩.৪ কি.মি.

২০০ গ্রাম মাংসের ফালি খেলে প্রায়- ১৫২ মিনিট দৌড়াতে হবে।যা প্রায় ২৭.২ কি.মি.

৩০ গ্রাম শাক খেলে- ০০ মিনিট দৌড়াতে হবে। ০০ কি.মি.

তাই আমাদের সকলের উচিৎ বেশী করে শাকসবজি খাওয়া।


Share on Google Plus

About www.govbdjobs.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 মন্তব্য(গুলি):

Post a Comment