বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৭ ।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সুশৃঙ্খল, দক্ষ
ও কর্মঠ ‘ব্যাটালিয়ন আনসার’ সদস্যগন পার্বত্য চট্টগ্রাম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর
সাথে অপারেশন উত্তরণ এবং সমতল এলাকায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা বিধানসহ
অন্যান্য বাহিনীর সাথে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকে। বাহিনীর ৬৭৮টি অস্থায়ী ব্যাটালিয়ন
আনসারের শূন্য পদ (শুধুমাত্র পুরুষ) পূরণের লক্ষ্যে আগ্রহী বাংলাদেশী পুরুষ সদস্যদের
নিম্নেবর্ণিত জেলাসমূহের পাশে উল্লেখিত শূন্য কোটায় বাছাই ও অংগীভূত করা হবে।
বয়স
০১-১০-২০১৭ তারিখে প্রার্থির বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে হতে
হবে।
শিক্ষাগত যোগ্যতা
যে কোন স্বীকৃত বোর্ড হতে ন্যুনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট
বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
শারীরিক যোগ্যতা
উচ্চতা সর্বনিম্ন অ-উপজাতি পুরুষের ক্ষেত্রে ১.৬৭৬ মিটার ও
উপজাতি পুরুষের ক্ষেত্রে ১.৬২৫ মিটার।
ওজন অ-উপজাতি পুরুষের ক্ষেত্রে ৪৯.৮৯৫ কেজি ও উপজাতি পুরুষের
ক্ষেত্রে ৪৭.১৭৩ কেজি।
বুকের মাপ অ-উপজাতি পুরুষের ক্ষেত্রে ৩২-৩৪ ইঞ্চি ও উপজাতি
পুরুষের ক্ষেত্রে ৩০-৩২ ইঞ্চি ।
বেতন
দৈনিক হারে ভাতা প্রদান করা হবে। প্রতি মাসে সরকার প্রদত্ত
ভর্তুকিমূল্যে পারিবারিক রেশন। বছরে ২টি উহৎসব ভাতা ১০,০০০ টাকা করে। আরো অনেক সুযোগ
সুবিধা ।
বিস্তারিত সার্কুলারে দেখুন ।
Source: Bangladesh Pratidin
Date of the Circular: 16 August, 2017
Date of the Circular: 16 August, 2017
0 মন্তব্য(গুলি):
Post a Comment