আপনার
নেক আমলগুলো নষ্ট করবেন না ।
আপনি কি জানেন কিভাবে আপনার নেক আমলগুলো নষ্ট হয়ে যায় ?
১। আপনি পর্দা, হিজাব করেন অথচ আপনি মেকআপ এবং সুগন্ধি মেখে
রাস্তায় বের হন ।
২। আপনি দাড়ি রেখেছেন অথচ, রাস্তায় চলাফেরার সময় আপনার দৃষ্টি
নত থাকে না ।
৩।আপনি ঠিক সময়মত নামাজ আদায় কনের কিন্তু তারাহুরো করে নামাজ
আদায় করেন এবং রুকু, সিজদাহ ঠিকমত হয়না ।
৪। মানুষের সামনে আপনি নম্র, ভদ্র ও সুন্দর করে কথা বলেন অথচ
পরিবারে সবার সাথে আপনি কর্কশভাবে কথা বলেন ।
৫। আপনি মেহমানদের সাথে ভাল আচরণ করেন কিন্তু তারা চলে যাওয়ার
পর তাদের সমালোচনা করেন ।
৬। আপনি অসহায় ও গরীবদের দান করেন অথচ তাদের সাথে খারাপ ব্যবহার
করেন ।
৭। আপনি তাহাজ্জুদ পড়েন, রোযা রাখেন, কোরআন তেলাওয়াত করেন কিন্তু
আপনি আত্নীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে রেখেছেন ।
৮। আপনি সারাদিন রোযা রাখেন, ধৈর্য্য্ সহকারে পানাহার থেকে
বিরত থাকেন কিন্তু রোযা রেখে মানুষকে গালিগালাজ করে কষ্ট দেন ।
৯। আপনি মনুষকে সাহায্য করেন লোক দেখানোর জন্য কিংবা বিনিময়
পাওয়ার আশায়। আল্লাহর অনুগ্রহ লাভের জন্য নয় ।
১০। আপনি মানুষকে ভাল উপদেশ দেন, ভাল ভাল বক্তব্য দেন শুধুমাত্র
নিজের খ্যতি লাভের আশায়। আল্লাহর অনুগ্রহ লাভের জন্য নয় ।
0 মন্তব্য(গুলি):
Post a Comment